এমপি সালাম মুর্শেদীর বিরুদ্ধে নেতাকর্মীদের হেনস্তার অভিযোগ
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী আওয়ামী লীগের প্রতিষ্ঠিত ও জনপ্রিয় নেতাকর্মীদের হেয় প্রতিপন্ন করে কুরুচিপূর্ণ মন্তব্য ও হুমকি-ধমকি দেওয়ায় তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে রূপসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা।
আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. কামাল উদ্দিন বাদশা বলেন, খুলনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী এস এম মোর্তজা রশিদী দারা প্রায় ৬১ হাজার ভোট পান। নৌকার প্রার্থী হিসেবে সালাম মুশের্দীকে বিজয়ী ঘোষণার পর স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকা আওয়ামী লীগ নেতা কর্মীদের ওপর অত্যাচার, নির্যাতন চলে। এমনকি রক্তাক্ত জখমসহ ব্যবসা প্রতিষ্ঠান লুট ও দখলও করা হয়।
কামাল উদ্দিন বাদশা বলেন, এমপি সালাম মুর্শেদী গত ১৫ ফেব্রুয়ারি খুলনায় আসেন এবং খুলনা-৪ আসনের রূপসা, তেরখাদা এবং দিঘলিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১৫, ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তার অনুসারীদের সাথে মতবিনিময় করেন এবং বক্তব্য প্রদান করেন। ইতোমধ্যে বিভিন্ন অনলাইন চ্যানেলে তার বক্তৃতার অংশ বিশেষ প্রদর্শন করা হয়। তিনি বিভিন্ন ইউনিয়নের সভায় প্রকাশ্যে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যেসব নেতাকর্মী অংশগ্রহণ করেছিলেন তাদেরকে হুমকি দিয়েছেন। তিনি তাদের পদ-পদবি খেয়ে ফেলার শুধু হুমকিই দেন নাই বরং স্বতন্ত্র প্রার্থীর পক্ষের নেতাদের সালাম দিতেও জনগণকে নিষেধ করেছেন। তিনি ক্ষমতা ও দায়িত্বের এখতিয়ার বহির্ভূতভাবে রূপসার আইচগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদে ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদক ঘোষণা করেছেন। এমপি সালাম মুর্শেদী উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধিদের মীরজাফর, কুকুর ইত্যাদি বলে গালি দিয়েছেন। তিনি রূপসা উপজেলা চেয়ারম্যান ও রূপসা উপজেলা আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন বাদশাকে প্রকাশ্য সভায় রাজাকার হিসেবেও উল্লেখ করেছেন।