চাঁদনী চক মার্কেটে দুই ঢাবি শিক্ষার্থীকে মারধর, আটক ৩
রাজধানীর নিউমার্কেট এলাকার চাঁদনী চক মার্কেটে যৌন হয়রানির প্রতিবাদ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগে তিন দোকানদারকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৬ মে) রাত সাড়ে ৯টার দিকে চাঁদনীচক মার্কেটের ‘জেসমিন ফেব্রিকস’ নামের একটি দোকানে এই মারধরের ঘটনা ঘটে।
আটক তিন দোকানদারের মধ্যে একজনকে শিক্ষার্থীরা হাতেনাতে ধরে পুলিশের কাছে তুলে দেয়। এরপর পুলিশ অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারহান, একই বিভাগের শাহেদুল ইসলাম ও সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থী মাসরাত কাপড় কিনতে গিয়ে এই হামলার শিকার হন।
জানা গেছে, দোকানে দামাদামির একপর্যায়ে দোকানদাররা মাসরাতকে উদ্দেশ করে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করে। শিক্ষার্থীরা এর প্রতিবাদ করলে উত্তেজিত হয়ে দোকানের মালিক ও কর্মচারীরা তাদের মারধর শুরু করে।
শিক্ষার্থী শাহেদুল ইসলাম জানান, তাকে দোকানের এক কক্ষে নিয়ে আলাদাভাবে শারীরিকভাবে নির্যাতন করা হয়। এ সময় প্রায় ৪০-৫০ জন দোকানকর্মী একযোগে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।
এই খবর ছড়িয়ে পড়লে ঢাবির শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চাঁদনীচক মার্কেট ঘেরাও করে এবং অভিযুক্ত দোকানে ভাঙচুর চালায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ বলেন, শিক্ষার্থীরা একজনকে আমাদের হাতে দিয়েছে। আমরা আরও দুজনকে আটক করেছি। দোকানটির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। দ্রুতই দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
তারিক লতিফ আরও জানান, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত ভিডিওতে .....