বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/04/03/benaapol-chbi.jpg)
যশোরের বেনাপোলের দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাবু মিয়া (৩২) ও ডালিম হোসেন (৩২) নামে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে দৌলতপুর বিজিবি ক্যাম্পের ওপারে ভারতের কালিয়ানী বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলিবর্ষণ করে। এ সময় বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের বাবু মিয়া ও ডালিম হোসেন বিএসএফের গুলির আঘাতে গুরুতর আহত হন। পরে বিজিবি সদস্যরা সীমান্ত থেকে তাদের উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে চিকিৎসা দিচ্ছেন।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশিদ আনোয়ার জানান, বাবু ও ডালিম নামে দুই বাংলাদেশি দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে মাদক আনার জন্য যায়। এ সময় ভারতের কালিয়ানী বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্তের ১৭/৭ এস এর ১৮২ আর পিলারের কাছে ভারতের ২৫ গজ অভ্যন্তরে তাদের উপর গুলিবর্ষণ করে। এতে ডালিম ও বাবুর পা ও চোখ ক্ষতবিক্ষত হয়। সীমান্তে টহলে থাকা বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে ক্যাম্পে এনে অবৈধ অনুপ্রবেশ আইনে আটক দেখিয়ে তাদের হেফাজতে রেখে চিকিৎসা দিচ্ছে। সুস্থ হলে তাদের থানায় সোপর্দ করা হবে বলে জানান তিনি।