বাবা-মাকে মারধরের অভিযোগে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার
দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় মাদক সেবন করে বাবা-মাকে মারধরের ঘটনায় ছেলেকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তার নাম মাঈনুদ্দিন (৩০)। তিনি উপজেলার পদুয়া ইউনিয়নের পুর্ব হাঙ্গরকুল এলাকার বাসিন্দা।
গতকাল সোমবার (১৫ এপ্রিল) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুন লায়েলের ভ্রাম্যমাণ আদালত মাঈনুদ্দিনকে এ সাজা প্রদান করেন।
জানা যায়, গত কয়েকদিন ধরে মাঈনুদ্দিন মাদকাসক্ত হয়ে তার মা-বাবা ও বোনকে বাড়িতে এসে মারধর করতে থাকে। যন্ত্রণা সহ্য করতে না পেরে তার মা দিলোয়ারা বেগম বাদি হয়ে ছেলে মাঈনুদ্দিনকে অভিযুক্ত করতে একটি অভিযোগ দায়ের করেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলামের নির্দেশে এএসআই মশিউর রহমান ও সঙ্গীয় পুলিশ ফোর্স পূর্ব পদুয়া হাঙ্গরকুলের নিজবাড়ি থেকে মাঈনুদ্দিনকে আটক করে নিয়ে আসে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবন করার দায়ে দুই মাসের সাজা দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল জানান, মাদক সেবন করে মা-বাবাকে মারধরের ঘটনায় ছেলে মাঈনুদ্দিনকে দুই মাসের সাজা দেওয়া হয়েছে।