ব্লেড বাবু হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার আরও ২
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/01/30/bledd-baabu.jpg)
রাজধানীর পল্লবীতে চাঞ্চল্যকর মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ব্লেড বাবু হত্যাকাণ্ডের ঘটনায় হওয়া মামলার এজাহারনামীয় প্রধান দুই আসামি রাজন (৩৫) ও রনিকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার (২৯ জানুয়ারি) রাতে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ নিয়ে আলোচিত এই হত্যাকাণ্ডের মামলায় মোট ছয়জন গ্রেপ্তার হলেন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. মিজানুর রহমান।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২০ জানুয়ারি বিকেলে পল্লবীর বঙ্গবন্ধু মেডিকেল কলেজের পশ্চিম পাশে আধিপত্য বিস্তার এবং চুরি ও ছিনতাইয়ের টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে সন্ত্রাসী রাজন গ্রুপ এলোপাতাড়ি ছুরিকাঘাত ও মারধর করে মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ব্লেড বাবুকে গুরুতর আহত করে।
পরবর্তীতে বাবুকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাবুর স্ত্রী রাবেয়া আক্তার মিম বাদী হয়ে ২১ জানুয়ারি পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মো. মিজানুর রহমান বলেন, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য ও প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে হত্যাকারীদের শনাক্ত করতে সক্ষম হয় এবং প্রথমে পল্লবী থানার সিরামিক রোড এলাকায় অভিযান পরিচালনা করে মামলার অন্যতম আসামি মো. মুরাদকে (২৭) গ্রেপ্তার করা হয়।
মো. মিজানুর রহমান জানান, পরবর্তীতে ২৪ জানুয়ারি ইরফান হোসেন তুফানকে (১৯) ও ২৬ জানুয়ারি মামলার অন্যতম আসামি রাব্বি ওরফে কুত্তা রাব্বিকে (১৮) গ্রেপ্তার করে ডিবি-মিরপুর বিভাগ। পরবর্তীতে ২৬ জানুয়ারি পল্লবী থানাধীন কালাপানি এলাকা থেকে আরেক আসামি সাজ্জাদকে গ্রেপ্তার করা হয় এবং গতরাতে প্রধান দুই আসামি রাজন ও রনিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাজন ও রনির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।