খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/04/19/capital_dead_photo.jpg)
রাজধানীর খিলগাঁওয়ে একটি বাসা থেকে জামাল উদ্দিন (২২) নামে সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৮ এপ্রিল) মধ্য তালতলার সিপাহিবাগের একটি ঘর থেকে তার মরদেহ উদ্ধা করা হয়।
আজ শুক্রবার (১৯ এপ্রিল) খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিহত জামালকে হত্যা করার পর তার মরদেহ ওড়না দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে দুর্বৃত্তরা। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে আনা হয়।
এসআই হাসান আরও বলেন, ময়নাতদন্তের পর বিকেলে জামালের মরদেহ তার ভাই সেলিমের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত জামাল উদ্দিন জামালপুর সদর উপজেলার শাহবাসপুর গ্রামের নুরু মিয়ার ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন ছোট।
জামালের ভাই সেলিম জানান, তালতলা সিপাহিবাগ নতুন রাস্তার পাশে জামাল তার মা সেলিনা বেগমকে নিয়ে থাকতেন। তার মা গ্রামের বাড়ি যাওয়ায় বর্তমানে তিনি বাসায় একাই ছিলেন। বৃহস্পতিবার রাতে তার পরিচিত এক মেয়ে ও দুই ছেলে বাসায় গিয়েছিল। এরপর রাতে জামালের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন মিয়া বলেন, ‘এ ঘটনায় নিহত জামালের মা সেলিনা বেগম একটি মামলা করেছেন। আমরা ঘটনার সঙ্গে সম্পৃক্তদের খুঁজে বের করার চেষ্টা করছি। ওই রাতে মীম নামে এক নারী তার বাসায় গিয়েছিল। আমরা মীমসহ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছি।