বিমানবন্দর সড়কে প্রকৌশলীকে চাপা দেওয়া বাসচালক গ্রেপ্তার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনালের সীমানা প্রাচীর ভেঙে রাইদা পরিবহণের বাস এক জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলীকে চাপা দিয়ে নিহতের ঘটনায় চালক মাহমুদ হাসানকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শনিবার (২০ এপ্রিল) ভোরে র্যাব-১ ও র্যাব-৮ এর যৌথ অভিযানে বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাসচালকের নাম হাসান মাহমুদ হিমেল। তিনি বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুরের বাসিন্দা।
র্যব-৮ এর উপঅধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনালের সীমানা প্রাচীর ভেঙে বাসটি ঢুকে যায়। এ সময় বাসের চাপায় সিভিল অ্যাভিয়েশনের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী মাইদুল ইসলাম সিদ্দিকী নিহত হন। ঘটনার পরপরই চালক মাহমুদ পালিয়ে যায়। তিনি ঢাকা ত্যাগ করে নিজ বাড়ি বরিশালের হিজলায় গিয়ে অবস্থান নেন। র্যাবের অনুসন্ধানে মাহমুদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত চালককে গ্রেপ্তার শেষে ঢাকার সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।