বিমানে বোমা আতঙ্ক, যাত্রা স্থগিত
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে বোমা রয়েছে বলে টেলিফোনে হুমকি পাওয়ার পর ফ্লাইটের যাত্রা স্থগিত করা হয়েছে। কাঠমান্ডুগামী বিজি-৩৭৩ ফ্লাইটে তল্লাশি করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ শুক্রবার (১১ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর বলেন, অজ্ঞাত নম্বর থেকে ফোনকলের মাধ্যমে জানানো হয়, বিমানের ফ্লাইটে বোমা রয়েছে। সে সময় ফ্লাইটটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাৎক্ষণিকভাবে সবাইকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়। আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে।