ডিএমপির দুই এডিসি ও এক এসির বদলি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পদ মর্যাদার দুজন ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদ মর্যাদার এক কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ বুধবার (২৪ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানায়, মঙ্গলবার (২৩ এপ্রিল) ডিএমপি হাবিবুর রহমানের সই করা অফিস আদেশে এ বদলি করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে।
বদলীকৃতরা হলেন—এডিসি এ এস এম হাফিজুর রহমান, এ কে এম সাজ্জাদুল আলম ও এসি মো. হাফিজুর রহমান।