চাঁদা আদায়ে করতে গিয়ে র্যাবের হাতে ধরা
রাজধানীর যাত্রাবাড়ীতে চাঁদা আদায়ের সময় ১৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল শনিবার (২৭ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত অভিযানে র্যাব-১০-এর একটি দল তাদের গ্রেপ্তার করে।
আজ রোববার র্যাব-১০-এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ফজলে রাব্বি (২৫), মো. রাজ (২৩), সাব্বির আহম্মেদ (১৯), মো. ফয়সাল (২১), মো. সানোয়ার হোসেন অন্তর (২৫), তাজুল ইসলাম তাজ (১৯), মো. রাকিব (১৯), আরিফ আহম্মেদ (১৯), মো. আশাবুদ্দিন (৩৩), মো. শাহিন (১৯), মো. শাওন (১৯), মো. মেহেদী হাসান (১৯), মো. বেলাল (৪০), গোলাম রাব্বি (আসিফ) (২০) ও জাহিদুল ইসলাম সাব্বির (১৯)।
ফারজানা হক জানান, শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত র্যাব-১০-এর একটি দল যাত্রাবাড়ী থানার কুতুবখালী, কাজলা ব্রিজ ও যাত্রাবাড়ী মোড় এলাকায় একাধিক অভিযান চালায়। অভিযানে আন্তজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন থেকে চাঁদা তোলার সময় চাঁদাবাজ চক্রের মূল হোতা ফজলে রাব্বিসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।
ফারজানা হক বলেন, ‘র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছে, বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ী ও এর আশপাশের এলাকায় বিভিন্ন পরিবহনের চালক ও হেলপারকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল তারা। পৃথক পৃথক মামলা দায়ের করে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।