কক্সবাজারে বাসের ধাক্কায় মাইক্রোর দুই যাত্রী নিহত
কক্সবাজারের ঈদগাঁওতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাইক্রোবাসের দুই যাত্রী নিহত এবং আটজন হয়েছেন। আজ সোমবার বেলা ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা দুর্ঘটনা ও হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন।
তবে হতাহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেননি ওসি। হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী।
স্থানীয়দের বরাতে ওসি জানান, সকালে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী এলাকায় কক্সবাজারমুখী শ্যামলী বাস বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই দুজন নিহত এবং আটজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈদগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করে।
ওসি জানান, তাদের মরদেহ মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। হতাহতদের পরিচয় জানতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।