ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬৯

ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় সেবু দ্বীপ প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত কমপক্ষে ৬৯ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। আহত হয়েছেন আরও প্রায় ১৫০ জন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টা ৫৯ মিনিটে রিখটার স্কেলে ৬.৯ মাত্রার ভূমিকম্পটি সেবু দ্বীপের উত্তর প্রান্তে অবস্থিত বোগো শহরের কাছে আঘাত হানে। এর পরপরই ওই এলাকায় রিখটার স্কেলে ৫ বা তারও বেশি মাত্রার অন্তত চারটি আফটারশক অনুভূত হয়। খবর আল জাজিরার।
ফিলিপাইনের সিভিল ডিফেন্স অফিসের উপপ্রশাসক রাফায়েলিতো আলেহান্দ্রো বুধবার (০১ অক্টোবর) সংবাদ সম্মেলনে নতুন নিহতের সংখ্যা নিশ্চিত করেন। তিনি বলেন, "আমরা ক্রমাগত নতুন প্রতিবেদন পাচ্ছি। এখন পর্যন্ত প্রায় ৬৯ জন নিহতের খবর নিশ্চিত হওয়া গেছে।"
ভূমিকম্পে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বহু ভবন ধসে পড়ে। স্থানীয় টেলিভিশন ফুটেজে দেখা গেছে, সেবুর একটি সেতুতে মোটরসাইকেল আরোহীরা কাঁপুনির কারণে বাইক থামিয়ে রেলিং আঁকড়ে ধরেছেন।
সেবু প্রাদেশিক সরকার ‘দুর্যোগ পরিস্থিতি’ ঘোষণা করেছে এবং চিকিৎসক ও স্বেচ্ছাসেবকদের সহায়তা চেয়েছে। প্রাদেশিক গভর্নর পামেলা বারিকুয়াত্রো সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় জানান, “ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা এখনও পুরোপুরি নিরূপণ করতে পারিনি। তবে আশঙ্কা করছি পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।”
তিনি আরও জানান, বেশ কয়েকটি বাড়ি ও একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি চিকিৎসক দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

সান রেমিজিও শহরে অন্তত ৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্য ও কোস্টগার্ডের কর্মীও রয়েছেন। স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, একটি ক্রীড়া কমপ্লেক্স ধসে পড়লে সেখানে খেলা দেখতে থাকা ব্যক্তিরা নিহত হন।
বোগো শহরে অন্তত ১৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে চারজন শিশু। এছাড়া মেডেলিন ও তাবুয়েলান শহরে দু’জনের মৃত্যু নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
সেবু প্রদেশের ডানবানতিয়ান শহরের একটি চার্চ আংশিকভাবে ধসে গেছে। ওই এলাকায়ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

সান রেমিজিও শহরের ভাইস মেয়র আলফি রেইনেস বলেন, “এখন প্রবল বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ নেই, আর পানি সরবরাহ ক্ষতিগ্রস্ত। আমাদের জরুরি ভিত্তিতে খাদ্য, পানি ও উদ্ধারকাজের জন্য ভারী সরঞ্জাম প্রয়োজন।”
উল্লেখ্য, ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায় প্রতিদিনই ভূমিকম্প আঘাত হানে। ২০২২ সালের জুলাই মাসে দেশটিতে ৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ৫ জন নিহত ও ৬০ জন আহত হন। গত ডিসেম্বরেও দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে অন্তত একজনের মৃত্যু হয়েছিল এবং কয়েক হাজার মানুষকে সরিয়ে নিতে হয়েছিল।