বিদেশযাত্রায় দালালের দৌরাত্ম্য কমাতে সাজা ও অর্থদণ্ড : প্রবাসী কল্যাণমন্ত্রী
জাতীয় সংসদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ভিসা দালাল ও মানবপাচারবিষয়ক গুরুতর অভিযোগ দৃষ্টিতে এলেই তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পাঠানো হচ্ছে। এক্ষেত্রে মধ্যস্বত্বভোগী ব্যক্তি ও অন্য অপরাধে জড়িতদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ডও করা হচ্ছে।
আজ বুধবার (৮ মে) সংসদ অধিবেশনে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে শফিকুর রহমান চৌধুরী এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, দালালচক্র দমন করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সহায়ক ভূমিকা পালন করে আসছে। বিদেশগামী কর্মীরা যাতে বিদেশে গমনের নামে প্রতারণার শিকার না হয়, সেজন্য বিভিন্ন প্রচার মাধ্যমে সচেতনতামূলক বিজ্ঞাপন প্রচার করা হয়েছে। এ ছাড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের সব বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে সচেতনতামূলক সভা, সেমিনার, ওয়ার্কশপ চলমান রয়েছে।
মন্ত্রী বলেন, ‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নেতৃত্বে ২৩ সদস্যবিশিষ্ট আন্তঃমন্ত্রণালয় ভিজিলেন্স টাস্কফোর্স কমিটি অভিযান পরিচালনা করছে। এক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বিভিন্ন প্রকার অপরাধে জড়িত রিক্রুটিং এজেন্ট, মধ্যস্বত্বভোগী ব্যক্তি ও অন্য অপরাধে জড়িত ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড করা হয়।’
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩ সংশোধনের মাধ্যমে ২০২৩ সালে নতুন আইন কার্যকর করা হয়েছে। সংশোধিত আইনে সাব-এজেন্টদের (মধ্যস্বত্বভোগী ব্যক্তি) জবাবদিহিতার আওতায় আনা হয়েছে। ২০২২ সালে ১৮টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এক লাখ ৩০ হাজার টাকা ও ২০২৩ সালে ৫৭টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এক লাখ ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।