সৌদি আরবে পৌঁছেছেন ৪৯ হাজার ৬৭৪ জন বাংলাদেশি হজযাত্রী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/05/30/haj.jpg)
পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৪৯ হাজার ৬৭৪ জন বাংলাদেশি হজযাত্রী। মোট ১২৬টি ফ্লাইটে তারা সৌদি আরবে পৌঁছেন।
আজ বৃহস্পতিবার (৩০ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজবিষয়ক প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিনের তথ্যমতে, বুধবার দিনগত রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৬১টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৪০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ২৫টি। সৌদি আরবে পৌঁছা হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৭৪৭ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৫ হাজার ৯২৭ জন।
চলতি বছর বাংলাদেশ থেকে হজ করবেন ৮৫ হাজার ২৫৭ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন চার হাজার ৫৬২ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮০ হাজার ৬৯৫ জন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
গত ৯ মে থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয়, যা আগামী ১০ জুন পর্যন্ত চলবে। হজ শেষে ২০ জুন থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।