দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কলেজছাত্র খুন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/05/31/mymen-pic.jpg)
ময়মনসিংহের নান্দাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মুরাদ (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। আজ শুক্রবার (২১ মে) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।
নান্দাইল পৌর এলাকার একটি স্কুল মাঠে মুরাদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক।
ময়মনসিংহ মেডিকলে কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম এই খবর নিশ্চিত করেছেন।
নান্দাইল থানা পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে আজ রাত ৮টার দিকে পৌর শহরের চণ্ডীপাশা স্কুল মাঠে মুরাদকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বিধায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ময়মনসিংহে আনার পথেই তার মৃত্য হয়। এই কলেজছাত্র নিহতের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নিহত কলেজছাত্র মুরাদ কাকচর মহল্লার তফাজ্জল হোসেন ভুইয়ার ছেলে। তিনি পৌরসভার ট্রাকচালক।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আব্দুল মজিদ জানান, ঘটনার পর থেকে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।