ঈদে মেট্রোরেল চলবে কি না, জানা গেল আজ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/06/13/metro_rail_.jpg)
পবিত্র ঈদুল আজহার দিন মেট্রোরেল চলবে কি না, তা নিয়ে চিন্তিত ছিলেন অনেকেই। আজ বৃহস্পতিবার এ বিষয়ে জানাল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ। সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে এক বিজ্ঞপ্তিতে নতুন সময়সূচির সঙ্গে এ তথ্য জানিয়েছে তারা। সেখানে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে শুধু ঈদের দিন (১৭ জুন) মেট্রোরেল বন্ধ থাকবে।
ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন ৬) উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) উপসচিব তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মেট্রোরেলে কোরবানির পশুর চামড়া ও কাঁচা বা রান্না করা মাংস বহন করা যাবে না। এ ছাড়া আগের সব নিষেধাজ্ঞা অপরিবর্তিত থাকবে।
এদিকে, ডিএমটিসিএল কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে আজ বৃহস্পতিবার বিকেলে কথা বলেন মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। তিনি আরও জানান, ১৭ জুন পবিত্র ঈদুল আজহার দিন মেট্রো চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া ১৯ জুন থেকে সরকারি অফিসের নতুন সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচলের শিডিউলেও পরিবর্তন আনা হয়েছে। তারতম্য আনা হয়েছে পিক, অফপিক আওয়ারে। এতে সুবিধা পাবেন অফিসগামী যাত্রীরা। তিনি আরও জানান, মেট্রোরেলে কোরবানির পশুর চামড়া এবং কাঁচা বা রান্না করা মাংস বহন করা যাবে না। এ ছাড়া অন্যান্য আরোপিত নিষেধাজ্ঞা অপরিবর্তিত থাকবে।