ট্রেনের তিন বগি লাইনচ্যুত
বগুড়া-লালমনিরহাটের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন

বগুড়ার গাবতলী রেলস্টেশনে কলেজ ট্রেনের তিনটি বগি লাইন চ্যুত হয়ে পড়েছে। ছবি : এনটিভি
বগুড়ার গাবতলী রেলস্টেশনে কলেজ ট্রেনের তিনটি বগি লাইন চ্যুত হওয়ায় বগুড়ার সঙ্গে লালমনিরহাটের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আজ রোববার (৩০ জুন) রাত সাড়ে ৯টায় লালমনিরহাট থেকে ছেড়ে আসা কলেজ ট্রেনটি গাবতলী স্টেশনে পৌঁছালে সেখানে তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়।
বগুড়ার স্টেশন মাস্টার মো. সাজেদুর রহমান সাজু জানান, আজ রাত সাড়ে ৯টায় লালমনিরহাট হতে ছেড়ে আসা কলেজ ট্রেনটি গাবতলী স্টেশনে এলে তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়। ঘটনার পর পরই কাজ শুরু করেছে, তবে প্রতিকূল আবহাওয়ার কারণে কাজ ব্যহত হচ্ছে। তবে রাতের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি। এ ছাড়া তদন্তের পরই লাইন চ্যুতির কারণ জানা যাবে বলেও জানান তিনি।