সীমান্তে যাতে আর একটি প্রাণও না ঝরে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে যাতে আর কোনো বাংলাদেশি নাগরিক হত্যাকাণ্ডের শিকার না হয়, সে বিষেয় সংশ্লিষ্টদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।
সীমান্তে বিএসএফের বাংলাদেশি নাগরিক হত্যার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘বর্ডার কিলিং নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ করেছি। আমি আশা করবো ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর ঘটবে না।’