হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ দুই যুবক নিহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/09/15/niht.jpg)
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্ডিমাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ দুই যুবক নিহত হয়েছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট পুরান মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফিজুর রহমান (৩২) শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা গ্রামের মৌলদ মিয়ার ছেলে। সে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও মোস্তাফিজুর রহমান (৩০) তালুকহড়াই গ্রামের কিম্মত আলীর ছেলে। সে ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারা দুজন সাতছড়ি জাতীয় উদ্যান থেকে মোটরসাইকেল যোগে শায়েস্তাগঞ্জ ফিরছিলেন। পথিমধ্যে চন্ডি মাজারের কাছে সাইকেলের চাকা গর্তে পড়লে তারা ছিটকে পড়েন সড়কে। এসময় একটি বালুর গাড়ি তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়, ঘটনাস্থলেই তারা মারা যান।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় দুর্ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।