পরিচয় মিলল সড়কে পড়ে থাকা গুলিবিদ্ধ নিহত তরুণীর
মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পড়েছিল গুলিবিদ্ধ এক তরুণী। পরে দেখা যায়, তিনি মৃত। তখন পরিচয় না পাওয়া গেলেও এখন মিলেছে তার পরিচয়। তার নাম শাহিদা বেগম (২২)। ময়মনসিংহের কোতায়ালি থানার বেগুন বাড়ি বাজার গ্রামের মৃত মোতালেব হোসেনের মেয়ে। পরিবার নিয়ে রাজধানীর ওয়ারী এলাকায় থাকতেন তিনি।
আজ শনিবার (৩০ নভেম্বর) সকাল ৮টার দিকে শ্রীনগরে দোগাছি গ্রামের এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় মরদেহের পাশ থেকে পাঁচ রাউন্ড গুলির খোসা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
নিহত তরুণীর ভাই মো. জসিম জানান, সাত বছর আগে তার বোনের বিয়ে হলেও স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে। রাজধানী ওয়ারীর বলদা গার্ডেনের এক আন্টির ছেলে-মেয়েদের স্কুল থেকে আনা নেওয়ার কাজ করতেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ওই আন্টির বাসায় যাওয়ার কথা বলে বের হয়েছিলেন।
নিহত শাহিদার মা জরিনা বেগম বলেন, আমার মেয়ে রাতে একা বের হওয়ার কথা না। দোষীদের বিচার চাই।
শ্রীনগর ও লৌহজং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে মরদেহ পড়ে থাকার খবর পাওয়া গেছে। সকাল ৮টার দিকে ঘটনাস্থলে টহলরত পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভোররাতে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, এক্সপ্রেসওয়েতে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি। অচিরেই এ রহস্য উদঘাটন হবে।