৭৫ দেশের হৃদয় জয় করে বাংলাদেশে গেম শো ফ্যামিলি ফিউড, প্রচার হবে এনটিভিতে
বিশ্বের ৭৫টি দেশের পর বাংলাদেশে আসছে টেলিভিশন গেম শো ফ্যামিলি ফিউড। শিগগির দেশের শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ ও জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভিতে গেম শো’টি প্রচারিত হবে।
শো’টিতে অংশগ্রহণ করতে পারবে দুটি পরিবার। প্রতি পর্বে প্রতিযোগিরা এক লাখ টাকা পর্যন্ত জিততে পারবেন।
আগামী ৮ ডিসেম্বর শোটির শুটিং শুরু হবে। উপস্থাপনা করবেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান।
এরইমধ্যে এনটিভির প্রধান কার্যালয়ে বঙ্গবিডির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে এনটিভি কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন এনটিভির ব্যবস্থাপনা পরিচালক আশফাক উদ্দীন আহমেদ, এনটিভির বিভিন্ন বিভাগের প্রধান এবং বঙ্গবিডির কন্টেন্ট হেড মোহাম্মদ আলী হায়দার ও প্রধান বিজনেস ডেবেলপমেন্ট অফিসার মামুন আতিক।