ভারত থেকে আনা হয়েছিল অস্ত্র, সীমান্ত এলাকায় চলত ছিনতাই
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/12/07/sunaamgnyj.jpg)
সীমান্ত এলাকায় পর্যটকদের ছিনতাইসহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশে অবৈধ ভাবে ভারত থেকে আনা হয় আনা ভারী আগ্নেয়াস্ত্র। এই অস্ত্র দিয়ে দূরের কাউকে লক্ষ্য বানানো যায়। সেই অস্ত্রসহ তিনজনকে আটক করেছে সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মো. সাইফুল ইসলাম চৌধুরী। তিনি জানান, এদিন বেলা দুপুর সাড়ে ১২ টার দিকে তাহিরপুরের পর্যটন এলাকা বড়ছড়ার একটি পরিত্যক্ত ঘর থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে আটক করা হয়। তারা হলেন—তাহিরপুর উপজেলার টেকেরঘাটের রাজু আহম্মেদ, মো জালাল মিয়া, মো রাসেল মিয়া।
কর্নেল মো. সাইফুল বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিনজন জানান—পর্যটকদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাইসহ সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য মাদকব্যবসায়ী নাজমুল এই অস্ত্রটি এনেছেন। নাজমুলকে ধরতে অভিযান অব্যাহত আছে।
সংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন বিজিবি ২৮ ব্যাটালিয়ন সুনামগঞ্জের ভারপ্রাপ্ত অধিনায়ক ও অতিরিক্ত পরিচালক গাজী মুহাম্মদ সালাহউদ্দিন, সহকারী পরিচালক রফিকুল ইসলাম।