ফরিদপুরে সিসা কারখানার বয়লার বিস্ফোরণে দগ্ধ ৩
ফরিদপুরের মধুখালীর আলতু খান জুট মিলের ভেতরে অবস্থিত একটি সিসা কারখানার বয়লার বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
আহত তিনজনকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে দুজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
আহতরা হলেন- উপজেলার বনমালদিয়া গ্রামের শুকুর সরদারের ছেলে মো. সাহাবুদ্দিন সরদার (৩০), বোয়ালিয়া গ্রামের মৃত রতন শেখের ছেলে মো. ফারুক শেখ (৩২), চাঁদপুর গ্রামের কামরুল শেখের ছেলে বিপ্লব (৪৫)। আহতদের মধ্যে মো. ফারুক শেখ ও বিপ্লবের অবস্থা আশঙ্কাজনক।
আহত ফারুক শেখের বড় ভাই বাচ্চু শেখ জানান, বিস্ফোরণে তিনজনই অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ফারুক ও বিপ্লবকে গুরুতর অবস্থায় অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, দুপুরে ওই সিসা কারখানা থেকে বিকট ধরনের আওয়াজ শুনতে পান তারা। একইসঙ্গে ধোঁয়া বের হতে দেখেন। তবে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিস্ফোরণের বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. তারিকুল ইসলাম জানান, মধুখালীতে একটি কারখানায় বিস্ফোরণের ঘটনায় আমাদের কাছে তিনজন রোগী আসে। তাদের সবাইকে সার্জারি বিভাগে পাঠানো হয়েছে। এরমধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।