‘অর্থ নয়, জনগণের ভালোবাসা কামিয়ে নিব’
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/01/15/bandarban-dc-pic-1.jpg)
অর্থের প্রতি আমার কোনো লোভ নেই, কিন্তু মানুষের ভালোবাসার প্রতি লোভ রয়েছে। তাই অর্থ নয়, জনগণকে সেবার মাধ্যমে আমি ভালোবাসা অর্জন করে নিব ইনশা আল্লাহ। গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন বান্দরবানের নবাগত জেলা প্রশাসক শামীম আরা রিনি।
আজ বুধবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টায় জেলা প্রশাসনের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক বলেন, পর্যটন হচ্ছে এই অঞ্চলের প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি। পর্যটন উন্মুক্ত, সম্প্রসারিত হলে এগিয়ে যাবে পাহাড়ের মানুষ। পাহাড়ের প্রাণ-প্রকৃতির প্রতি আমার ভীষণ দুর্বলতা। আমার কর্মময় সময়ে এই অঞ্চলের পর্যটনশিল্প এবং প্রাকৃতিক সম্পদের প্রতি আমি যত্নবান হবো। আপনাদের ভালোবাসায় জেলার সার্বিক উন্নয়নে কাজ করে যাব। অর্থের প্রতি আমার কোনো লোভ নেই, কিন্তু মানুষের ভালোবাসার প্রতি লোভ রয়েছে। তাই অর্থ নয়, জনগণকে সেবার মাধ্যমে আমি আপনাদের ভালোবাসা অর্জন করে নিব ইনশা আল্লাহ। ক্লিন ইমেজ বিবোচনায় আমাকে জেলা প্রশাসক মনোনীত করা হয়েছে। আমি চেষ্টা করব বান্দরবান থেকে জনগণের ভালোবাসা নিয়ে যেতে সম্মানের সঙ্গে। গণমাধ্যম হচ্ছে জাতির বিবেক। আমার ভুলত্রুটি হলে আপনারা অবশ্যই ধরিয়ে দিবেন। আপনাদের চোখেই আমি এই সমস্যা সম্ভাবনাগুলো খোঁজে নিব।
মতবিনিময় সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু তালেব, সহকারী কমিশনার আসিফ রায়হান, গণমাধ্যমকর্মী অধ্যাপক মো. ওসমান গনি, আমিনুল ইসলাম, মিনারুল হক, আলাউদ্দীন শাহরিয়ার, এইচ এম সম্রাট, উজ্জ্বল তঞ্চঙ্গ্যা প্রমুখ।