নির্বাচিত সরকার না এলে গণতন্ত্র পরিপূর্ণতা পাবে না : সাইফুল ইসলাম
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকারের সংগ্রামে হাজারো ছাত্রজনতা শহীদ হয়েছে। আজকে সেই গণতন্ত্র ও ভোটাধিকার নিয়ে যদি কেউ টালবাহানা করে, তাহলে শহীদদের আত্মার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। আর দেশে নির্বাচিত সরকার না এলে গণতন্ত্র পরিপূর্ণতা পাবে না।
আজ শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে শ্যামপুর থানা ৪৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গেণ্ডারিয়ার ডিআইটি প্লট চৌরাস্তায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ৩১ দফার আলোকে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম এসব কথা বলেন।
সাইফুল ইসলাম বলেন, আজকে কেউ কেউ সংবিধান পরিবর্তনের কথা বলছেন। জনগণের জন্য সংবিধান। আর এ সংবিধান রদবদল করতে হলে অবশ্যই জনগণের ভোটে নির্বাচিত সরকার রদবদল করবে।
৪৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি শেখ জামাল, স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় দলের সহসভাপতি হাজী নাসির আহমেদ মোল্লা, সদস্য তরিকুল ইসলাম পলাশ, ৫১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমতিয়াজ আহমেদ টিপু, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শুভ শিকদার, শ্যামপুর থানা বিএনপির নেতা সানাউল্লাহ সানু প্রমুখ।