আরেক মামলায় সালমান-আনিসুলসহ পাঁচজন ফের রিমান্ডে
রাজধানীর যাত্রাবাড়ীর থানার পৃথক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ পাঁচ জনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (২০ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এই আদেশ দেন।
ঢাকার সিএমএম আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে ১০ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক রিমান্ডের এই আদেশ দেন। রিমান্ডে নেওয়া অন্য আসামিরা হলেন- জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
এর মধ্যে রাজধানীর যাত্রাবাড়ী থানার জিসান হত্যা মামলায় মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আব্দুল্লাহ আল মামুনের পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
এছাড়া যাত্রাবাড়ী থানার মেহেদী হাসান হত্যা মামলায় আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।