এয়ার ইন্ডিয়া ফ্লাইট বিধ্বস্ত : বোয়িং ও হানিওয়েলের বিরুদ্ধে মামলা

এয়ার ইন্ডিয়া ফ্লাইট বিধ্বস্ত হয়ে গত জুনে ২৬০ জন নিহত হওয়ার ঘটনায় বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোয়িং এবং যন্ত্রাংশ সরবরাহকারী হানিওয়েলের বিরুদ্ধে মামলা করেছে চার নিহত যাত্রীর পরিবার। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার রাজ্যের একটি আদালতে এ মামলা দায়ের করা হয়। এতে অবহেলা ও বিমানের ত্রুটিপূর্ণ সুইচের কারণে দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ আনা হয়েছে। খবর এনডিটিভির।
মামলায় অভিযোগ করা হয়, বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের ওই সুইচটির ত্রুটির কারণে উড্ডয়নের সময় অনিচ্ছাকৃতভাবে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে বিমানটির প্রয়োজনীয় থ্রাস্ট বা গতিশক্তি কমে যায়, যার ফলে দুর্ঘটনাটি ঘটে। মামলার বাদীপক্ষের দাবি, বোয়িং ও হানিওয়েল এই ঝুঁকির বিষয়ে অবগত ছিল। তারা ২০১৮ সালে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)-এর একটি সতর্কবার্তাকেও প্রমাণ হিসেবে তুলে ধরেছে।
গত ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী ফ্লাইট ১৭১ উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। এতে ২২৯ জন যাত্রী ও ১২ জন ক্রু সদস্যসহ মোট ২৬০ জনের মৃত্যু হয়। নিহতদের চারজনের পরিবারের পক্ষ থেকে এই মামলাটি দায়ের করা হয়েছে। মামলার বিষয়ে জানতে চাওয়া হলে বোয়িং কোনো মন্তব্য করতে রাজি হয়নি এবং হানিওয়েল তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
তবে এখনও পর্যন্ত এই দুর্ঘটনার চূড়ান্ত কারণ নির্ধারণ করা সম্ভব হয়নি। ভারতীয়, ব্রিটিশ ও মার্কিন তদন্তকারীরা যৌথভাবে এর কারণ অনুসন্ধানে কাজ করছেন। অন্যদিকে, এফএএর প্রশাসক ব্রায়ান বেডফোর্ড বলেছিলেন, যান্ত্রিক সমস্যার কারণে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম।