অনিয়মের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান সিইসির
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জুলাই আগস্ট বিপ্লব আমাদেরকে ভোটের অধিকার প্রতিষ্ঠার বিশাল এক সুযোগ এনে দিয়েছে। এটা হাতছাড়া করা যাবে না। জাতির কাছে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। পাশাপাশি সকল অনিয়মের বিরুদ্ধে জনগণকে সামাজিকভাবে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ সোমবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধনকালে এ আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, জুলাই আগস্ট বিপ্লবে শহীদদের আত্মত্যাগের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠার যে সুযোগ সৃষ্টি হয়েছে তা বাস্তবায়নে কাজ করছে নির্বাচন কমিশন। এই অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ ভোটার হালনাগাদ। যেদিন ভোটাররা নির্ভয়ে নিজের ভোট দিতে পারবেন পছন্দের প্রার্থীকে, সেদিনই ভোটের অধিকার ফিরে পাবে এ দেশের জনগণ।
সাভার উপজেলা মিলনায়তনে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজের সভাপতিত্বে আয়োজিত সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ, ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন, ঢাকার বিভাগীয় কমিশনার শরিফ উদ্দিন আহমদ চৌধুরী, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর, জেলা প্রশাসক তানভীর আহমেদ।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্ভুল ভোটার তালিকা প্রয়োজন। এই কাজের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আগামী জাতীয় নির্বাচনের কাজ শুরু হয়েছে। আমাদের প্রত্যাশা, মানুষের অনীহা থাকবে না ভোটের প্রতি। কমিশন দায়বন্ধ সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন করতে।
নির্ভয়ে সততা ও দৃঢ়তার সঙ্গে তথ্য সংগ্রহকারীদের কাজ করার নির্দেশ দিয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, মানুষের ভোটাধিকার প্রয়োগের আমানতের খেয়ানত যেন না হয়।
নির্বাচন কমিশনার ব্রি. জে. (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, জনগণের আশার প্রতিফলন ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ ইসি। সকল ধরনের অনীহা, অনিয়ম, অসততা, অসচেতনতা থেকে দূরে থাকতে হালনাগাদকারীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বলেন, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পূর্ব শর্ত নির্ভুল ভোটার তালিকা। কমিশন অত্যন্ত সচেতন এবং সতর্কতার সঙ্গে সেই ভোটার তালিকার হালনাগাদ করতে দৃঢ়প্রতিজ্ঞ।
পরে বেলুন ও পায়রা উড়িয়ে সাভারে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কার্যক্রম। নিবন্ধন কেন্দ্রে বায়োমেট্রিক নিবন্ধন ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১১ এপ্রিল পর্যন্ত। যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে তাদের তথ্য সংগ্রহ করা হবে।
এবারের স্লোগান ‘সঠিক তথ্যে ভোটার হবো, নির্বাচনে ভোট দিব।’
পুরো কর্মযজ্ঞে নিয়োজিত থাকবে ৬৫ হাজার লোকবল। তারা ১ দশমিক ৫২ শতাংশ নাগরিককে ভোটার তালিকায় যুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করবেন।