ইন্টারনেট সার্ভিসে বর্ধিত শুল্ক প্রত্যাহার করা হয়েছে : উপদেষ্টা নাহিদ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/01/22/nahid_7.jpg)
ইন্টারনেট সার্ভিসে বর্ধিত শুল্ক প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
বুধবার (২২ জানুয়ারি) রাত ১০টায় উপদেষ্টা নাহিদ ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করে এ তথ্য জানান।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2025/01/22/updessttaa_naahid_inaar.jpg 599w)
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম তাঁর ফেসবুক পোস্টে লিখেন, ইন্টারনেট সার্ভিসে বর্ধিত শুল্ক প্রত্যাহার করা হয়েছে। নীতি নির্ধারণে আপনাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আমরা বদ্ধপরিকর।
এর আগে, গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলে এমন কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ ও রেস্তোরাঁর মতো খাতে সম্প্রতি বৃদ্ধি করা ভ্যাটের হার পর্যালোচনা করছে সরকার।
অর্থ উপদেষ্টা তখন বলেছিলেন, ‘সরকার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি), ফোন, আমদানি করা বিদেশি জুসের মতো কিছু পণ্যের ওপর ভ্যাট বৃদ্ধি করেছে। যা খুব বেশি লোক কেনে না এবং এগুলোর তেমন প্রভাব পড়ে না। তা সত্ত্বেও, সরকার আজ পর্যালোচনা ও কিছু পণ্যের ওপর বিষয়টি পুনর্বিবেচনা করছে। চূড়ান্ত হওয়ার পরে এটি জনসমক্ষে প্রকাশ করা হবে।'