নাটোরে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের কম্বল বিতরণ
নাটোরে শীতার্ত দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করেছে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে নাটোর এলজিইডি ভবন চত্বরে প্রধান অতিথি সেনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মিজানুজ্জামান এই কম্বল বিতরণ করেন।
এ সময় শতাধিক দরিদ্র পরিবারের হাতে কম্বল তুলে দেন ভিসি ব্রিগেডিয়ার জেনারেল মিজানুজ্জামান।
কম্বল বিতরণকালে জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী রেজাউর রহমান, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সরকারসহ সব প্রকৌশল দপ্তরের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মিজানুজ্জামান বলেন, নিজ নিজ সেক্টর থেকে প্রত্যেকের উচিত সামর্থ্য অনুযায়ী দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সবাই সহযোগিতার হাত বাড়ালে দেশের মানুষ উপকৃত হবে। পিছিয়ে থাকবে না বাংলাদেশ।