খুলনায় যুবকের মৃত্যুতে ভারতীয় গণমাধ্যমে বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ
খুলনার তেঁতুলতলা গতকাল শুক্রবার রাতে এক যুবককে হত্যার ঘটনায় ভারতের বেশ কিছু মিডিয়া বিভ্রান্তিকর খবর প্রকাশ করেছে। শনিবার (২৫ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের ফেসবুক ভেরিফায়েড পেজ সিএ প্রেস উইং ফ্যাক্টস থেকে এ বিষয়ে প্রতিবাদ জানিয়েছে।
প্রেস উইং ফ্যাক্টস তাদের পোস্টে বলেছে, শুক্রবার রাতে খুলনার তেঁতুলতলা এক হিন্দু যুবক হত্যার ঘটনায় ভারতের বেশ কিছু মিডিয়া বিভ্রান্তিকর খবর প্রকাশ করেছে। গতকাল খুলনায় অর্ণব কুমার সরকার নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। কিন্তু, পুলিশ জানিয়েছে এই হত্যাকাণ্ডের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে স্থানীয়রা ঘৃণ্য অপরাধের মামলাও করেনি।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার কুতুব উদ্দিন বলেন, ‘সে এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা ছিল না। আমাদের প্রাথমিক তদন্ত থেকে দেখা গেছে, স্থানীয় মাদক ব্যবসায়ীরা অর্ণবকে হত্যা করেছে। ধর্মীয় পরিচয়ের কারণে তাকে হত্যা করা হয়নি।’
কুতুব উদ্দিন আরও বলেন, ‘খুনের অভিযোগে তিনজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। খুনের অভিযোগে অন্য সন্দেহভাজনদের ধরার জন্য অভিযান চলছে।’