মুন্সীগঞ্জে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
মুন্সীগঞ্জের শ্রীনগরের শারীরিকভাবে অসুস্থ, বৃদ্ধ ও সাবেক ইউপি সদস্যকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন তাঁর পরিবারের সদস্যরা।
আজ রোববার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপজেলার উত্তর কামারগাঁও এলাকার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জানান, মিথ্যা মামলা দিয়ে তাঁকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। এতে সাবেক ইউপি সদস্যসহ তাঁর পরিবারের সদস্য সবাই ভুক্তভোগী।
ভুক্তভোগী হলেন ভাগ্যকুল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুস সামাদ। তিনি দাবি করেন, এ ঘটনায় পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আব্দুল সামাদ জানান, গত ৪ আগস্ট মুন্সীগঞ্জ সদরে মারামারির ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত না থাকা সত্ত্বেও তাঁকে মিথ্যা মালায় ফাঁসানো হয়েছে। স্থানীয় একটি মহলের যোগসাজশে ঘটনার প্রায় সাড়ে চার মাস পর গত ৯ ডিসেম্বর সদর থানায় হয়রানির উদ্দেশে এ মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাঁকে। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে মিথ্যা মামলা থেকে তদন্ত সাপেক্ষে তাঁকে অব্যাহতি দেওয়ারও অনুরোধ জানান তিনি।