কঙ্গোতে বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে আছেন : আইএসপিআর
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র (ডি আর) কঙ্গোতে চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশি সব শান্তিরক্ষী নিরাপদ রয়েছেন।
আজ সোমবার (২৭ জানুয়ারি) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান।
বার্তায় বলা হয়, ডি আর কঙ্গোতে চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশি সব শান্তিরক্ষী নিরাপদ রয়েছেন এবং তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে।
এর আগে ডি আর কঙ্গোতে এম-২৩ বিদ্রোহীদের সংঘর্ষে অন্তত ১২ শান্তিরক্ষী নিহত হন। উত্তর কিভু প্রদেশের রাজধানী গোমা শহরে এম-২৩ বিদ্রোহীদের অগ্রযাত্রা থামাতে গত কয়েকদিন ধরে কঙ্গোর সেনাবাহিনী ও শান্তিরক্ষীরা লড়াই করে আসছে। ডিআরসির খনিজ সম্পদ সমৃদ্ধ পূর্বাঞ্চলে তিন বছর ধরে চলমান এম-২৩ বিদ্রোহ জানুয়ারিতে আরও তীব্র আকার ধারণ করে। বিদ্রোহীরা নতুন নতুন এলাকা দখল করায় জাতিসংঘ একটি বড় আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছে।