স্বাভাবিক জীবনে ফিরতে চাই : ফারজানা রুপা
রাজধানীর মিরপুর থানার পৃথক মামলায় সাংবাদিক ফারজানা রুপা ও শাকিল আহমেদকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
সোমবার (২৭ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এই আদেশ দেন। এদিন সকালে ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করে পুলিশ। এরপর রাজধানীর মিরপুর থানার পৃথক মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন তদন্ত কর্মকর্তারা। শুনানি শেষে বিচারক গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
এদিন সকালে ফারজানা রুপাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। এরপরে তাকে ঢাকার সিএমএম আদালতের ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের এজলাসে তোলা হয়। সেখানে ফারজানা রুপাকে হাজির করা হলেও প্রথমে ফারজানা রুপার স্বামী শাকিল আহমেদকে হাজির করা হয়নি। ফারজানা রুপা স্বামী শাকিল আহমেদকে না দেখে বিচলিত হয়ে পড়েন। তবে কিছুক্ষণ পরে অন্য আসামিদের সাথে ফারাজানা রুপার স্বামী শাকিল আহমেদকে হাজির করে পুলিশ। সে সময় ফারজানা রুপা স্বস্তির নিশ্বাস ফেলেন। স্বামীকে দেখে আবেগতারিত হয়ে পড়েন। এরপরে স্বামী শাকিলও ফারজানা রুপাকে দেখে কথা বলতে এগিয়ে যান এবং তারা নিজেদের মধ্যে কথা সেরে নেন।
এদিন ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখানোর আবেদনের সময় বিচারকের উদ্দেশ্যে তিনি বলেন, আমার ছোট্ট শিশু সন্তান আছে। আমি ও আমার স্বামী দুজনই কারাগারে। ৬ মাস হয়ে গেছে। আমাকে জামিন দিন। আমরা স্বাভাবিক জীবনে ফিরতে চাই। এরপরে বিচারক জামিন আবেদন নাকচ করে দেন।
জামিন শুনানি শেষে শাকিল আহমেদকে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি কিছু বলবেন কী না ? এমন প্রশ্ন করলে তিনি বলেন, আমাদের কথা বলতে মানা রয়েছে।
এর আগে গত ২১ আগস্ট ফারজানা রুপা ও শাকিল আহমেদকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরে তাদের একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে।
একাত্তর টেলিভিশনের বার্তাপ্রধান শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপাকে অব্যাহতি দেওয়া হয়েছে।