মানিলন্ডারিং মামলায় খালাস পেলেন মিয়া নুরুদ্দিন অপু
মানি লন্ডারিংয়ের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব নুরুদ্দিন আহমেদ অপু অব্যাহতি পেয়েছেন।
আজ সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রেজাউল করিম এই আদেশ দেন। এদিন মামলায় কোন উপাদান না থাকায় বিচারক চার্জ গঠনের সময় অব্যাহতির আদেশ দেন।
নথি থেকে জানা গেছে, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর রাজধানীর মতিঝিলের সিটি সেন্টারে একটি অফিসে অভিযান চালিয়ে সেখানে লুকিয়ে রাখা বিপুল অর্থ উদ্ধার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযোগ ওঠে, নির্বাচনকে প্রভাবিত করতে ওই অর্থ মজুত করা হয়েছিল।
এ ঘটনায় র্যাব-৩-এর নায়েব সুবেদার ইব্রাহিম হোসেন মতিঝিল থানায় অর্থপাচার প্রতিরোধ আইনে মামলা করেন। পরবর্তীতে মামলা তদন্ত করে ছয়জনের বিরুদ্ধে ২০২১ সালের ১৩ জুন ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইমের পরিদর্শক ইব্রাহিম হোসেন।