সিরাজগঞ্জে নদী থেকে ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/02/photo-1441264590.jpg)
সিরাজগঞ্জের কামারখন্দে ফুলজোড় নদী থেকে তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তারা বন্ধুর বাড়ি বেড়াতে এসে নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়েছিলেন।
আজ রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুজনের মরদেহ উদ্ধার করে। এর আগে গতকাল শনিবার রাতে একজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা সকলেই সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।
এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে কামারখন্দ উপজেলার ঝাঁটিবেলাই গ্রামের ফুলজোর নদীতে এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্ররা হলো—ঝাঁটিবেলাই গ্রামের আব্দুর রহিমের ছেলে রাফিন (১৫), সিরাজগঞ্জ শহরের বাসিন্দা কৃষ্ণ (১৫) ও সারজিল (১৫)।
প্রত্যক্ষদর্শী জানান, কামারখন্দ উপজেলার ঝাঁটিবেলাই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক রঞ্জুর নাতি জারিফের পাঁচ বন্ধু তাদের বাড়িতে বেড়াতে আসে। দুপুরে তারা ছয়জন ফুলজোর নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে তিনজন নদীতে ডুবে যায়। অপর তিনজন সাঁতরে উঠে আসে।
কামারখন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ার হাউস ইন্সপেক্টর অপু কুমার মন্ডল বলেন, শনিবার রাতে রাফিনের মরদেহ উদ্ধার করা হয়। আজ রোববার বেলা ১২টার দিকে রাজশাহী থেকে আসা ডুবুরি দল নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে।