সিরাজগঞ্জে সবজির বাম্পার ফলন, ছাড়িয়েছে লক্ষ্যমাত্রা

সিরাজগঞ্জে এবার সবজির বাম্পার ফলনে মুখে হাসি ফুটেছে কৃষকের। জেলার বিভিন্ন উপজেলায় সবজি চাষে লক্ষ্যমাত্রা ছিল চার হাজার ২৬৫ হেক্টর জমি, যা ছাড়িয়ে গেছে। বিশেষ করে চরাঞ্চল, উল্লাপাড়া, রায়গঞ্জ ও সদর উপজেলায় সবজি চাষ বেশি হয়েছে।
চাষাবাদ হওয়া সবজির মধ্যে রয়েছে শীতকালীন সবজি ও বারোমাসি হাইব্রিড জাতের বেগুন, ঢেড়শ, পুঁইশাক, পটল, কুমড়া, লাউ, সিম, মূলা, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, গাঁজর ইত্যাদি।
সদর উপজেলার রাজাপুর গ্রামের কৃষক আবু বক্কর সিদ্দিক ও তার স্ত্রী রিমি বাড়ির আঙিনায় ৫০ শতক জমিতে কুমড়া, পুঁইশাক, ঝিঙ্গা ও বেগুন চাষ করে ইতোমধ্যে প্রায় দেড় লাখ টাকার সবজি বিক্রি করেছেন। তাদের খরচ হয়েছে মাত্র ৩০ হাজার টাকা। আরও দুই থেকে তিন মাস সবজি বিক্রি করা যাবে বলে জানিয়েছেন তারা।
আবু বক্কর বলেন, সবজি চাষে এখন আমরা স্বচ্ছল। গ্রামের আরও অনেকেই এখন বারোমাসি সবজি চাষে আগ্রহী।
স্থানীয় কৃষি বিভাগের সহায়তায় অনেক কৃষক বাড়ির আঙিনা ও খোলা জমিতে সবজি চাষ করছেন। বাজারে এখন বেগুন বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা, পটল ৪০-৫০ টাকা, ঢেড়শ ৪০-৫০ টাকা ও টমেটো ৮০-১০০ টাকায়। সবজির ভালো দাম পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষকেরা।
সিরাজগঞ্জ কৃষি বিভাগের উপ-পরিচালক আ. জা. মু. আহসান শহীদ সরকার বলেন, এবার শীতকালীন বারোমাসি বিভিন্ন সবজি চাষে বাম্পার ফলন হয়েছে। এ চাষাবাদে ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকদের মাঝে বীজ বিতরণ করা হয়েছে। বাজার ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে। এ চাষাবাদে কৃষকদের সহযোগিতা ও পরামর্শ অব্যাহত থাকবে।