বান্দরবানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা
বান্দরবানে দীর্ঘ ৭ বছর পর জেলা বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ রোববার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠি থেকে বিষয়টি জানা যায়।
কমিটিতে সাবেক সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরীকে আহ্বায়ক এবং পৌরসভার সাবেক মেয়র মো. জাবেদ রেজাকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির বাকি সদস্যরা হলেন—সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. ওসমান গনি, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশীদ ও সদস্য সাবেক সংসদ সদস্য রাজপুত্র বধূ মাম্যাচিং।
বিএনপি নেতারা জানান, ২০১৭ সালে মাম্যাচিংকে সভাপতি এবং জাবেদ রেজাকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বান্দরবান জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়। এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কথা ছিল। তবে জেরী-মাম্যাচিং বলয় দুভাগে বিভক্ত থাকায় পূর্ণাঙ্গ কমিটি আর হয়নি।
নবনির্বাচিত জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশীদ বলেন, ‘দীর্ঘ প্রতীক্ষার পর মেয়াদোত্তীর্ণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। নতুন এই কমিটির হাত ধরেই সুশৃঙ্খলভাবেই এগিয়ে যাবে জেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।’