রাজধানীতে মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত
রাজধানীর টিকাটুলিতে অভিসার সিনেমা হলের সামনের সড়কে মাইক্রোবাসের ধাক্কায় মরিয়ম আক্তার (৩১) নামে এক নারী নিহত হয়েছেন।
আজ রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মরিয়মের স্বামী স্বপন জানান, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায় তাদের গ্রামের বাড়ি। তারা টিকাটুলি অভিসার সিনেমা হলের পাশে একটি ভাড়া বাসায় থাকেন। তার একটি মুদি দোকান রয়েছে।
স্বপন আরও বলেন, দুপুরে বাসা থেকে দোকানে এসেছিলেন মরিয়ম। কিছুক্ষণ কথা বলে সেখান থেকে বাজার করার উদ্দেশে রওনা হন। তার কিছুক্ষণ পর মরিয়মের ফোন থেকে কল করে জানানো হয়, একটি গাড়ি মরিয়মকে ধাক্কা দিয়েছে। সঙ্গে সঙ্গে সিনেমা হলের সামনে গিয়ে দেখি, একটি মাইক্রোবাস দাঁড় করানো এবং জানতে পারি মরিয়মকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে ঢাকা মেডিকেলে এসে মরিয়মকে মৃত অবস্থায় দেখতে পাই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। গাড়িটির ধাক্কায় তার মুখমণ্ডল থেঁতলে গেছে। এছাড়া হাত-পা ও ভেঙে গেছে।