সিলেটে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত
ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে ট্রাকচাপায় প্রাইভেটকারের চার যাত্রী নিহত হয়েছেন। তারা সবাই এক পরিরবারে সদস্য। আজ রোববার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ওসমানীনগর উপজেলায় উনিশ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দুজন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোনায়েম মিয়া জানান, ট্রাক আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।
ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।
নিহত চারজন হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার আমইল্লা গ্রামের সুহেল (গাড়িচালক ৪০), শামীমা (৪০), ইতি বেগম (৩৫) ও আয়ান (৭)।
দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সার্কেল এসপি (ওসমানীনগর-বিশ্বনাথ) আশরাফুজ্জামান জানান, সিলেটে হজরত শাহজালাল (র) এর মাজার জিয়ারতের উদ্দেশে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে প্রাইভেটকার যোগে আসছিলেন এই পরিবারের সদস্যরা।
আজ সকাল সাড়ে ৭টার দিকে ওসমানীগরের উনিশ মাইল নামক স্থানে সিলেট থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাক প্রইভেটকারকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান। ওসমানীনগর থানা, শেরপুর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা এসে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠায়। হাসপাতালে নিয়ে গেলে মারা যান আরও দুজন।
নিহতদের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।