খুলনায় ট্রেন-ট্রাকের সংঘর্ষে নিহত ১
খুলনার আফিল গেট এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনা অভিমুখী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে একজন নিহত এবং সাতজন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার (১৪ জুলাই) রাত পৌনে ৮টার দিকে নগরীর খানজাহান আলী থানাধীন আফিলগেট রেলক্রসিংয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সংঘর্ষের পর থেকে প্রায় দুই ঘণ্টা খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল।
খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান জানান, রাত সোয়া ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী ডাউন মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি আফিলগেটে পৌঁছালে একটি ট্রাক রেললাইনের ওপর উঠে গেলে সংঘর্ষ হয়। এ সময় ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এই ঘটনায় ট্রেনে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন।
ওসি আরও জানান, আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন। বাকি সাতজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
খুলনা রেলস্টেশন মাস্টার জাকির হোসেন জানান, ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষের কারণে দুই ঘণ্টা রেল চলাচল বন্ধ ছিল। পরে উদ্ধার কাজ শেষে রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়।