কুমিল্লায় আদালত প্রাঙ্গণে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/06/kumillaa_.jpg)
কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে শেখ মুজিবের ম্যুরাল গুড়িয়ে দেয় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। ছবি এনটিভি
কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল গুড়িয়ে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।
আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে ছাত্র-জনতা একটি বুলডোজার দিয়ে শেখ মুজিবের ম্যুরালটি গুড়িয়ে দেয়।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরীর সমন্বয়ক আবু রায়হান ও সদস্য সচিব রাশেদুল ইসলাম নেতৃত্বে দেন।
ম্যুরাল গুড়িয়ে দেওয়ার পর সমন্বয়ক রায়হান আদালতে আইনজীবীদের উদ্দেশ্য করে বলেন, যারা শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের পুনর্বাসনের চিন্তা করবেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।