ধানমণ্ডি ৩২ নম্বরে গরুর মাংসে ভুরিভোজের আয়োজন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/06/gru.jpg)
রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি এখন ধ্বংসস্তূপ। ছাত্র-জনতা গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত থেকে এ বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু করে। বৃহস্পতিবার এরই জেরে সেখানে ভুরিভোজের আয়োজন করা হয়। সেজন্য, একটি গরুও জবাই করা হয়েছে। রাতে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করে ভুরিভোজ অনুষ্ঠিত হবে।
জানা গেছে, আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে ধানমণ্ডি ৩২ নম্বরে একটি গরু আনা হয়। এরপর গরুটি জবাই করা হয়। সে সময় বিভিন্ন স্লোগান দিচ্ছিল উপস্থিত জনতা।
আয়োজকরা জানান, গরুটি দেড় লাখ টাকা দিয়ে কেনা। ছাত্র-জনতার টাকা দিয়েই গরুটি কেনা হয়েছে বলে জানান আয়োজনের সঙ্গে জড়িত একজন। তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘দেড় লাখ টাকা দিয়ে গরুটি কেনা হয়েছে। সব টাকাই ছাত্র-জনতার। কেউ একশো, কেউ পাঁচশ; এভাবে টাকা দিয়েছে। রাতেই রান্না করে সবাইকে খাওয়ানো হবে। আমাদের কথা একটাই, এ দেশে আর কোনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না।’
যখন বৃহস্পতিবার সন্ধ্যা, তখন মাংসগুলো টুকরো টুকরো করা হচ্ছিল। এর কিছুক্ষণ পরে মাংস টুকরো করার কাজ শেষ হয়। সে সময় এক কাটোয়ার বলেন, একশো ১০ কেজির মতো মাংস হবে।
ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাস পর গতকাল ছাত্রলীগের উদ্দেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেন। বিষয়টি জানাজানির পর বুধবার রাত নয়টার দিকে ‘লং মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স। এ ছাড়া সন্ধ্যায় ‘ছাত্র-জনতা আন্দোলন’ নামে ফেসবুকে বিভিন্ন পেজে কর্মসূচির ঘোষণা দিয়ে পোস্ট করা হয়।
পূর্বঘোষণা অনুযায়ী বুধবার রাতভর ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় ভবনটির একাংশ। যে সময় এই ভাঙচুর চলছিল তখন পূর্বনির্ধারিত এক ভার্চুয়াল ভাষণে এর সমালোচনা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, যিনি গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান।
গতকাল রাত থেকে শেখ মুজিবের বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা হলেও সকালে কিছু সময়ের জন্য বিরতি দেওয়া হয়। কিন্তু সকাল সাড়ে সাতটার দিকে আবারও ভাঙার কাজ শুরু হয়। চলে বেলা ১১টা পর্যন্ত। এরপর ঘটনাস্থল থেকে বুলডোজার সরিয়ে নেওয়া হয়।
গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পাশাপাশি দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ খবর পাওয়ার পরপরই সেদিন বিকেলে বঙ্গবন্ধুর ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িতে অগ্নিসংযোগ করেছিল উত্তেজিত জনতা।