মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নিহত
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন পুলিশলাইনস এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসির হোসেন (৩২) নামের এক সাবেক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানুল্লাহ।
নিহত নাসির হোসেন দৌলতপুর উপজেলা বাচামারা এলাকার মৃত মজিবর হোসেনের ছেলে। তিনি শহরের একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করতেন। তার দুই বছরের একটি শিশু সন্তান রয়েছে।
নিহত নাসিরের বন্ধু ফারুক জানান, নাসির হোসেন ছাত্রদল করতেন। তিনি দৌলতপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক অর্থসহ সম্পাদক ছিলেন। দুর্ঘটনার আগে অফিস শেষ করে শহরের বঙ্গবন্ধু চত্বরে ছাত্র-জনতার সঙ্গে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর দেখতে যান। তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভও করে। সেখান থেকে বাড়ি ফেরার পথেই নাসির মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানুল্লাহ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।