যবিপ্রবিতে শিক্ষার্থীদের দু’পক্ষের সংঘর্ষে আহত ৫
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও শিক্ষকদের প্রচেষ্টায় পরিস্থিতি শান্ত হয়। আহতরা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
জানা গেছে, রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনের চায়ের দোকানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে সিএসই বিভাগের শিক্ষার্থীদের কথা-কাটাকাটি হয়। এর জেরে রাত ১২টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, যবিপ্রবি ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি করার প্রস্তুতি চলছে। তবে শিক্ষার্থীদের একটি অংশ কমিটি চায় না। গত দুই দিন ধরে ক্যাম্পাসে এ নিয়ে উত্তেজনা চলছিল। শুক্রবার রাতে চায়ের দোকানে দু’পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে বিষয়টি মিমাংসার জন্য তারা প্রক্টরের অফিসে যান। সেখানে সিএসই বিভাগের শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর চড়াও হন। এরপরই দুই পক্ষ দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও বিভিন্ন বিভাগের শিক্ষকরা চেষ্টা করেন। পরে উপাচার্য ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সমর্থ হন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আব্দুল মজিদ বলেন, ক্যাম্পাসের পরিস্থিতি এখন শান্ত রয়েছে।