চট্টগ্রামে আগুনে পুড়ে দম্পতির মৃত্যু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/10/fiar.jpg)
চট্টগ্রামের বলুয়ারদিঘীতে জাফর কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: এনটিভি।
চট্টগ্রামের বলুয়ারদিঘীতে আগুনে পুড়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই দম্পতির ছেলে ও মেয়েসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোরে বলুয়ারদিঘীর জাফর কলোনিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় জাফর কলোনির পাঁচটি ঘর আগুনে পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় অগ্নিদগ্ধ অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে মো. ইলিয়াস ও পারভিন আখতার নামে এক দম্পতির মৃত্যু হয়। গুরুতর আহত তিনজন চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল মান্নান জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।