চট্টগ্রাম বিমানবন্দরে দেশি-বিদেশি মুদ্রাসহ আটক ১

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহগামী এক যাত্রীর কাছ থেকে প্রায় ২২ লাখ টাকা মূল্যের দেশি-বিদেশি মুদ্রা জব্দ করেছে নিরাপত্তা কর্মীরা। এ ঘটনায় মো. আব্দুল মাজিদ নামের এক যাত্রীকে আটক করা হয়েছে।
গতকাল রোববার (২৭ জুলাই) রাতে বিমানবন্দরের কেবিন ব্যাগেজ স্ক্যানিং পয়েন্টে তল্লাশির সময় এই বিপুল মুদ্রা জব্দ করা হয়।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, এয়ার এরাবিয়ার ফ্লাইট জি৯-৫২১-এর শারজাহগামী যাত্রী মো. আব্দুল মাজিদের চলাফেরায় সন্দেহ হলে নিরাপত্তা কর্মীরা তার দেহ তল্লাশি করে। তল্লাশির সময় তার কাছ থেকে ইউএস ডলার ৪ হাজার ৭০০, ইউএই দিরহাম ৪৭ হাজার ৮৮৫, সৌদি রিয়াল ৩ হাজার ৭৬২, ওমানি রিয়াল ৩৪৬ এবং বাংলাদেশি ৩৬ হাজার টাকা জব্দ করা হয়।
জব্দকৃত এসব মুদ্রার মোট মূল্য বাংলাদেশি টাকায় আনুমানিক ২২ লাখ টাকা বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।
জব্দকৃত মুদ্রা ডিপার্টমেন্টাল ম্যাজিস্ট্রেট (ডিএম) আইনে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মো. আব্দুল মাজিদকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে সরকারের রাজস্ব ও শুল্ক ফাঁকি দিয়ে বৈদেশিক মুদ্রা পাচারের অভিযোগে পতেঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।