রাঙামাটিতে সড়কের পাশ থেকে হাতিশাবক উদ্ধার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/10/rangamati_lephant_1.jpg)
রাঙামাটির রাজস্থলী উপজেলার প্রধান সড়ক সংলগ্ন গাইন্দ্যা ইউনিয়নের ওগারী পাড়ার চিতাখোলা নামক এলাকায় মুমূর্ষু অবস্থায় পড়ে থাকা একটি হাতিশাবক উদ্ধার করেছে বনবিভাগ। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে হাতিশাবকটি প্রধান সড়কের পাশের একটি খাদে পড়ে থাকতে দেখা যায়।
বনবিভাগের রাইখালী রেঞ্জের দায়িত্বে থাকা কর্মকর্তা মো. হাসান বলেন, আজ বিকেল সাড়ে ৩টায় কয়েকজন পথচারী একটি হাতিশাবক পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। এরপর আমাদের একটি টিম গিয়ে হাতিশাবকটি উদ্ধার করে।
রাজভিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন বলেন, হাতিশাবক উদ্ধারের বিষয়টি আমি জেনেছি। আমার অফিসের কর্মীরা উদ্ধারের জন্য ঘটনাস্থলে যান। তবে উদ্ধারের পর শাবকটির মায়ের জন্য ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে। ২৪ ঘণ্টা পর আমরা সিদ্ধান্ত নিব শাবকটি কোথায় রাখা যায়।
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র বলেন, গতকাল থেকে শুনেছি ওগাড়ী পাড়া এলাকায় বন্যহাতির তাণ্ডব চলছে। বিষয়টি বনবিভাগকে জানানো হয়েছে। আজ একটি হাতিশাবক পাহাড়ি ঝিড়িতে পড়ে আছে বলে খবর পেয়েছি। হাতিশাবকটি উদ্ধারের জন্য বন বিভাগকে জানানো হয়েছে। তারা শাবকটি উদ্ধার করে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
স্থানীয়রা বলেন, গতকাল রোববার হাতির একটি দল আমাদের এলাকায় এলে এলাকাবাসী তাদের তাড়ানোর জন্য নিজেদের বাগানে আগুন দেয়। ফলে হাতির দলটি ছত্রভঙ্গ হয়ে এদিক সেদিকে ছোটাছুটি করায় হয়তো এই শাবক তার মায়ের সঙ্গে যেতে পারেনি। এই হাতিশাবককে কেন্দ্র করে পথচারী এবং এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। হাতিশাবকটির জন্য মা হাতি যেকোনো সময় আসতে পারে।