লোহাগাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও আ.লীগ সভাপতি গ্রেপ্তার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/10/south_ctg_news_pic.jpg)
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী। ছবি : এনটিভি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় তাঁকে সদর উপজেলার জমিদার পাড়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
খোরশেদ আলম চৌধুরী উপজেলা সদর লোহাগাড়া ইউনিয়নের জমিদারপাড়ার মৃত বেলায়ত চৌধুরীর ছেলে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান খোরশেদ আলম চৌধুরীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, খোরশেদ আলম চৌধুরীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তিনটি মামলা রয়েছে।
ওসি মো. আরিফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খোরশেদ আলম চৌধুরীকে আটক করা হয়েছে। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। তাঁকে যথাসময়ে আদালতে পাঠানো হবে।