ভারতে ডাকাতির ভিডিও বাংলাদেশের বলে অপপ্রচার

ভারতের বিহারের একটি ডাকাতির ভিডিওকে বাংলাদেশের হিসেবে অপপ্রচারের প্রমাণ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানে এমন তথ্য উঠে এসেছে।
রিউমার স্ক্যানারের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন বলছে, সম্প্রতি অস্ত্র হতে মুখোশধারী কয়েকজন দুষ্কৃতকারীর পেট্রল পাম্প এলাকায় ডাকাতির একটি ভিডিও বাংলাদেশের বলে প্রচার হয়েছে। ভিডিওটি সামাজিক মাধ্যমে ‘প্রকাশ্যে অস্ত্র হাতে। দেখেন অবৈধ দখলদার সরকারের মদদপুষ্ট তথাকথিত ছাত্র-জনতা নামধারী ডেভিলদের! এই দেশে দিনে রাতে এখন কেউ নিরাপদ নয়!’ শিরোনামে প্রচার করা হয়েছে।
রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয়। এটি ভারতের বিহারের অস্ত্র হাতে ডাকাতির ভিডিও। ফ্যাক্ট চেক টিমের অনুসন্ধানে পাওয়া যায়, হেইট ডিটেক্টর নামের এক্স অ্যাকাউন্টে গত ৭ ফেব্রুয়ারি এই ভিডিও পোস্ট করা হয়েছিল। ওই পোস্টে এ ঘটনার ভিন্ন কোণের আরও একটি সিসিটিভি ফুটেজ পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে এটিকে ভারতের বিহারের বলে উল্লেখ করা হয়। পরবর্তীতে এই ঘটনার একটি ভিডিও ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে খুঁজে পাওয়া যায়। এনডিটিভি নিশ্চিত করেছে, ভিডিওটি বিহারের।
রিউমার স্ক্যানার জানায়, ভারতীয় আরেক সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের একটি প্রতিবেদন অনুসারে, গত ৫ ফেব্রুয়ারি ভারতের বিহারের সাহারসার বৈজনাথপুর থানার টিরি এলাকার পূজা পেট্রোল পাম্প এলাকায় ঘটনাটি ঘটেছে। চারজন সশস্ত্র দুষ্কৃতকারী বন্দুক দিয়ে গুলি করার ভয় দেখিয়ে লুট করে দ্রুত পালিয়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।